কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা
Published : Thursday, 26 August, 2021 at 12:51 PM, Update: 26.08.2021 2:39:39 PM, Count : 2500

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে তাদের নাগরিকদের বন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। আশঙ্কার কথাও জানিয়ে আসছে তারা। এবার তাদের মধ্য থেকে কয়েকটি দেশ বিষয়টি নিয়ে সর্তকতা জারি করলো।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য সতর্ক সংকেত জারি করেছে। কাবুলে বিমানবন্দরের আশেপাশে যারা রয়েছেন তাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে গত সপ্তাহে কাবুল দখল করে তালেবান। এরপরই দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ৮০ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত আফগানিস্তান ছেড়েছে।

এই মুহূর্তে কাবুল বিমানবন্দরে ও তার আশপাশে অসংখ্য মানুষ ভিড় করে আছে। বিমানে দেশ ছাড়তে চায় তারা। অবশ্য তালেবানের পক্ষ থেকে বলা হযেছে, আফগানদের দেশ ছাড়তে দেওয়া  হবে না। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft