শিরোনাম: |
গাজীপুরে নবাগত সিভিল সার্জনের সাথে প্রাইভেট হাসপাতাল মালিকদের মতবিনিময়
|
শ্রীপুর সংবাদদাতা: গাজীপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মাহমুদা আক্তার প্রথম কর্ম দিবসে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকাল ১০টার সময় গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়ে কালে সিভিল সার্জন ডাঃ মাহমুদা আক্তার বলেন, স্বাস্থ্য সেবা জনগণের একটি মৌলিক অধিকার।জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বেসরকারী ক্লিনিক গুলোকে স্বচ্ছ-পরিচ্ছন্ন স্বাস্হ্যসেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোকে সরকারী নীতিমালা অনুসরণ করে সুস্হ ধারায় পরিচালিত হতে হবে। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ আলম শিকদারের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, গাজীপুর মহানগর শাখার সভাপতি কাজিম উদ্দিন কাজী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা, জেলা শাখার কোষাধক্ষ্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, আব্দুল হান্নান মিয়া,শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হাবিব রুবেল,মাহমুদুর রহমান পলাশ, মোবারক হোসেন প্রমুখ। |