শিরোনাম: |
ক্রিকেট
সমালোচনার জেরে বুমরাহকে ‘সরি’ বললেন ধারাভাষ্যকার
|
বর্তমান ডেস্ক: ঘটনাট ঘটার সময় থেকেই ক্রিকেট ভক্তরা দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য জাসপ্রিত বুমরাহকে নিয়ে করা এক বিতর্কিত প্রশংসাসূচক শব্দ ব্যবহার করে তীব্র সমালোচনার মুখেই পড়তে হয় ব্রিটিশ ধারাভাষ্যকার ইশা গুহাকে। তার রেশ ধরে শেষ পর্যন্ত লাইভে এসে ভারত পেসারের কাছে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড নারী দলের সাবেক এই ক্রিকেটার।
ঘটনার সূত্রপাত ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে। সিরিজে দ্বিতীয়বার ফাইফার পাওয়া বুমরাহর প্রশংসায় ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দেওয়া গুহা এক পর্যায়ে বলেন, “তিনিই তো এমভিপি, তাই না? সবচেয়ে মূল্যবান প্রাইমেট, জাসপ্রিত বুমরাহ!” বুমরাহর প্রশংসার করতে গিয়ে এই ‘প্রাইমেট’ শব্দের ব্যবহারেই ক্ষেপেছেন ভারতের সমর্থকরা। কারণ, তাদের কাছে এর মাধ্যমে গুহা বানরের একটি জাতের সাথে তুলনা করেছেন বুমরাহকে, যা বর্ণবাদের শামিল! তীব্র সমালোচনার মুখে তৃতীয় দিনের খেলা শুরুর আগে নিজের অবস্থান তুলে ধরেন গুহা। “গতকাল ধারাভাষ্যে আমি একটি শব্দ ব্যবহার করেছি, যা নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। কাউকে আঘাত করে থাকলে আমি সেজন্য ক্ষমা চাইতে চাই। আমি স্রেফ তার কৃতিত্বের বিশালতাকে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমি ভুল শব্দটি বেছে নিয়েছি। আর সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।” উল্লেখ্য, প্রাইমেট শব্দটির অফিসিয়াল সংজ্ঞা অনুযায়ী, এটি মানুষ সহ বানর ও স্তন্যপায়ী প্রাণীদের সবচেয়ে উন্নত এবং বুদ্ধিমান দলের সদস্য প্রাণী। ফলে এটা স্পষ্ট যে, বুমরাহকে সর্বোচ্চ প্রশংসাই করতে চেয়েছিলেন গুহা। তবে শব্দের প্রয়োগ সঠিক হয়নি বলেই হয়েছে বিপত্তি। তবে ভুল শুধরে লাইভ টেলিভিশনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে গুহা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেটার প্রশংসা করেছেন সাবেক ভারত কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। “সাহসী নারী, লাইভ টেলিভিশনে ক্ষমা চাইতে সাহস লাগে, এই ঘটনা এখানেই শেষ।” |