শিরোনাম: |
জানালেন সিইসি
যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি
|
বর্তমান প্রতিবেদক: যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন আয়োজনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
তবে জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠনের পরদিন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আসনের সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। তিনি বলেন, অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়। কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কাজ নির্বাচনের আয়োজন করা। |