বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি সবুজ দল
Published : Tuesday, 19 November, 2024 at 6:00 AM, Count : 231

বর্তমান ডেস্ক: বিকেএসপি কাপ  ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর চ্যাম্পিয়ন বিকেএসপি সবুজ দল। আজ অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি সবুজ দল ২-১ গোলে আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল একাডেমি দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধেই বিকেএসপি দলটি প্রতিপক্ষের উপর প্রধান্য বিস্তার করে খেলে ২-০ গোলে এগিয়ে যায়। গোল দাতারা হলেন  মো: সাব্বির ও মো: হাম্মাদ। দ্বিতীয়ার্ধে আশুগঞ্জের দলটি ভালো খেলে উপহার দিয়ে ১ গোল পরিশোধ করতে সমর্থ হয়।   

খেলা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁর সথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মহাপরিচালক মনেকরেন এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজনে খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে তোলতে সাহায্য করবে। তিনি টুর্নামেন্টের সফল সমাপ্তিতে  সকলকে ধন্যবাদ জানান। 

 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের আরিফ, টুর্নামেন্টে  ১১ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের নাজমুল হুদা ফয়সাল এবং  সেরা গোলকিপার নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের মো: তাসিন।

পাঁচদিন ব্যাপী এ টুর্নামেন্টে বিকেএসপির লাল ও সবুজ ছাড়াও আরও ১৪ টি দল অংশগ্রহণ করে।  দলগুলো হলো- সিলেটের দি জৈন্তা ফুটবল একাডেমি, গাজীপুরের বিওএফ বয়েজ ফুটবল একাডেমি, সাভারের রিংকু ফুটবল একাডেমি, বগুড়ার ওয়ান ষ্টার সোনাতলা ফুটবল একাডেমি, খুলনার মোহামেডান ফুটবল একাডেমি, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, মানিকগঞ্জের মাসুম ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সিমিতি , শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, গোবিন্দগঞ্জের জেপি স্পোর্টস কমপ্লেক্স, চুয়াডাঙ্গার ফুটবল একাডেমি, খুলনার এসবি আলী ফুটবল একাডেমি ও  আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল একাডেমি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft