শিরোনাম: |
পুণ্ডরীক ধাম ইসকন মন্দির পরিদর্শনে ফরহাদ মজহার
|
বর্তমান প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দির পরিদর্শন করেছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও ইসকনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান। জানা গেছে, বেলা ১২টা ৪০ মিনিটে পুণ্ডরীক ধাম মন্দিরে প্রবেশ করেন কবি ফরহাদ মজহার। পরে বেলা ৩টার দিকে পুণ্ডরীক ধাম মন্দির ত্যাগ করেন ফরহাদ মজহার। প্রায় সোয়া দুই ঘণ্টা চিম্ময় ব্রহ্মচারী ও ফরহাদ মজহার মন্দিরের ভেতরের কক্ষে একান্তে আলাপ করেন। তবে তাদের মধ্যে কী আলাপ হয়েছে তা জানা সম্ভব হয়নি। এর আগে রবিবার সনাতনী সম্প্রদায়ের আট দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর আত্মপ্রকাশ হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এসময় কবি ফরহাদ মজহারকে নিরাপত্তা প্রদান করে মডেল থানার পুলিশ। |