বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল জিরো পয়েন্ট
Published : Sunday, 10 November, 2024 at 6:00 AM, Count : 247

বর্তমান প্রতিবেদক: গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় ‘আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’সহ নানান স্লোগান দিতে থাকেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফ উদ্দিন বলেন, ‘যারা ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাই-বোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনও ছাড় নেই। আমরা এই দেশে আর কখনও লীগের পুনর্বাসন চাই না। সে জন্যই আজ আমাদের এই অবস্থান কর্মসূচি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন বলেন, ‘নির্বিচারে ছাত্র-জনতা হত্যার এখনও ঠিকমতো তিন মাস পেরোয়নি। আওয়ামী লীগ আবার রাজপথে নামতে চাইছে। তারা এত সাহস পায় কীভাবে। আমরা ছাত্ররা সবসময় প্রস্তুত আছি তাদের প্রতিহত করার জন্য।’

কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমার ভাইয়ের রক্তে এই সড়ক ভিজেছে। তাদের জীবনের বিনিময়ে এই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা তাদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা বৃথা যেতে দেবো না। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ যদি আবার ফিরতে চায় আমরা আমাদের জীবন দিয়ে হলেও তাদের দমন করবো ইনশাআল্লাহ।’

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে সেখানে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের কারণে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft