শিরোনাম: |
বঞ্চিত শিশুদের নিয়ে ঢাকা গ্লোরিয়াস লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম
|
বর্তমান প্রতিবেদক: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১ বাংলাদেশ এর সমৃদ্ধশালী লায়ন্স ক্লাব ঢাকা গ্লোরিয়াস সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পালন করেছে অক্টোবর বিশ্ব সেবা সপ্তাহ ২০২৪। রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ স্কুলের প্রায় শতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও সবার মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও শিশুদের মাঝে "চাইল্ডহুড ক্যান্সার" এর উপর সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত অক্টোবর সার্ভিস প্রোগ্রামে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার দ্বিতীয় ভাইস গভর্নর; লায়ন নওজাত সারোয়াত ইসলাম, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর; লায়ন আজহার মাহমুদ, কনসার্ন রিজিওন চেয়ারপার্সন; লায়ন এসএম আনোয়ারুল হক টিপু। এছাড়াও ঢাকা গ্লোরিয়াস লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট; লায়ন আতোয়ার হোসেন, প্রথম ভাইস প্রেসিডেন্ট; লায়ন আজম খান, সেক্রেটারি; শাহ দিদারুল আলম ছাড়াও আরো লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস গভর্নর নওজাত সারোয়াত ইসলাম শিশুদেরকে সৎ মানুষ হিসেবে সমাজে আলোকিত ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন এবং তারা যেন সবসময় সত্য কথা বলেন এবং ন্যায়ের পথে চলেন এ ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। এ প্রোগ্রামের সফলাতায় ও সার্বিক সহযোগিতায় কিংস লায়ন্স পরিবারের ২০টি লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের সদস্যবৃন্দ অন্তরালে কাজ করেছেন। মহান সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। |