শিরোনাম: |
ভেঙে দেওয়া হলো সংসদ
|
বর্তমান প্রতিবেদক: প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই সিদ্ধান্তের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সংসদ ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ দুপুরে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মুক্তি’ দেওয়া হয়েছে। আরও উল্লেখ করা হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়াও শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে দুই শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনীর নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রকিয়া শুরু হয়েছে। |