সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
সায়েন্স ল্যাবে দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ
Published : Tuesday, 16 July, 2024 at 6:00 AM, Update: 16.07.2024 3:22:10 PM, Count : 159

বর্তমান প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সায়েন্স ল্যাবে শিক্ষার্থী এবং ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনায় দু’পাশে যান চলাচল বন্ধ রয়েছে। সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।  

মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ করেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা, স্ট্যাম্প, লোহার পাইপ নিয়ে বেরিয়ে আসেন। দুপুর পৌনে তিনটা পর্যন্ত ধাওয়া-সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করন। এ সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠি-সোঁটা, রড, স্ট্যাম্প নিয়ে এলিফ্যান্ট রোডে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন।  এরপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ধাওয়া দেন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft