শিরোনাম: |
‘প্রত্যয়’ স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী
|
বর্তমান প্রতিবেদক: ‘প্রত্যয়’ স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘‘পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক।’’
মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন। ‘প্রত্যয়’ স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। অপর এক পশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, ‘প্রত্যাশার চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বেশি সহায়তা করছে।’ |