শিরোনাম: |
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা
|
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
শুক্রবার বিকাল ৫ টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন সময় নবনিযুক্ত প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বলেন- বঙ্গবন্ধু আমাদের অনুভূতিতে মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্তকোনদিন পরাভব মানে না। সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার হাতেই চুড়ান্ত সফলতা অর্জিত হবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অচিরেই গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আমাদের মেধা,শ্রম কাজে লাগাতে অঙ্গীকারাবদ্ধ। পঁচাত্তরের ১৫ই আগষ্ট নৃশংস হত্যাকান্ডে শহীদ হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের প্রায় সকল সদস্য। বাঙালির চিরকাঙ্খিত স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। দেশের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের প্রাণ। আমরা সেই মহান নেতা ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।একই সঙ্গে মহান বাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সকল সদস্যকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমীন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব শাখাওয়াত মুন ও ইমরুল কায়েস, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান আরিফ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, থানার ওসি খন্দকার আমিনুর রহমান এবং প্রেস সচিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম। |