শিরোনাম: |
ড্রোন দিয়ে মহাসড়ক পর্যবেক্ষণ করছে পুলিশ, উত্তরের পথে স্বস্তি
|
সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। ঈদ উপলক্ষে উত্তরের মহাসড়কে মানুষ ও গণপরিবহনের ব্যপক চাপ থাকলেও ভোগান্তি নেই কোথাও। স্বস্তিতেই রাজধানী থেকে বাড়ি ফিরতে পারছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এতে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উত্তরের পথে সিরাজগঞ্জ অংশের ৪৫ কিলোমিটার মহাসড়কে স্বাভাবিক গতিতেই যান চলাচল করতে দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার যানবাহন চলাচল করে থাকে। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে ১৭-২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ। এ অবস্থায় পণ্যবাহী ট্রাক ও পিকআপেও ঝুকি নিয়ে ঘরমুখো মানুষজনকে চলাচল করতে দেখা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঈদের ছুটিতে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট যেন সৃষ্টি না হয় সে দিকে সর্তক দৃষ্টি রাখা হয়েছে।’ সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৮ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’ ‘কোন দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত যানবাহন দ্রুত সরানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পার্শ্ব রাস্তা দিয়ে কোনো যানবাহন মহাসড়কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেতুর ওপার থেকে যানবাহনগুলো সিরাজগঞ্জ অংশে পৌঁছা মাত্র সেগুলোকে দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে চাপ বাড়লেও মহাসড়কে কোনো যানজট নেই। এছাড়াও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ড্রোন দিয়ে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।’ |