শিরোনাম: |
আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন
|
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮-এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে এপিবিএনের এই অধিনায়ক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করতে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে।’ আগুনের সূত্রপাতের পাশাপাশি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মোহাম্মদ আমির জাফর। এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় তিন শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা। |