শিরোনাম: |
রাজীবের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ সাভারবাসী
|
সাভার সংবাদদাতা: সাভারে জনপ্রিয়তায় শীর্ষে উপজেলা পরিষদের পর-পর দুইবার বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে অপপ্রচারের ক্ষুব্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মি ও সাভারবাসী। একটি বেসরকারি টিভি চ্যানেল কিছুদিন যাবত তার সম্মানহানি করার লক্ষে বিএনপি-জামায়াতের এজেন্ডা হিসাবে মনগড়া সংবাদ প্রচার করছে বলে দাবি করছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাভার উপজেলার সর্বস্তরের জনগণ। জানা যায়, ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কান্ডারী হয়ে কাজ করে সাভার উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন রাজীব। একসময় সাভার উপজেলা ছিল বিএনপি-জামায়াতের ঘাঁটি। রাজীবের অক্লান্ত সাংগঠনিক পরিশ্রম এবং বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় তিল-তিল করে সাভার উপজেলাকে আওয়ামী লীগের দূর্গ তৈরি করেছেন। অথচ এক সময় সাভার উপজেলায় জয়বাংলা শ্লোগান দেওয়া ছিল মৃত্যুকে কাছে ডাকা। তখন থেকে তিনি মৃত্যুভয়কে উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছেন। আওয়ামী লীগ করার অপরাধে অন্যায়ভাবে জুলুম-অত্যাচার সহ্য করে প্রায় সাত বছর কারাবরণ করেন তিনি। তারপরও বঙ্গবন্ধুর আদর্শ থেকে চুল পরিমান সরাতে পারেনি বিএনপি-জামায়াত সরকার। ছাত্রনেতা থেকে সাভার উপজেলাবাসীর ভালবাসায় আজ জননেতায় পরিণত হয়েছেন রাজীব। এই জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে এবং সাভার উপজেলায় আওয়ামী লীগকে ধ্বংস করার নিল নকশায় পূণরায় বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি অসাধুচক্র। এ বিষয়ে আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রকিব আহমেদ জানান, মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভার উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত। তার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মিরা সাভারের মাটিতে কোনো প্রকার অরাজকতা করতে পারে না। বিএনপি-জামায়াত পন্থি সাংবাদিক ও এ্যাডভোকেট দ্বারা সাভার উপজেলায় আওয়ামী লীগকে ধ্বংস করার মিশনে নেমেছে একটি অসাধুচক্র। তারা বুঝতে পেরেছে মঞ্জুরুল আলম রাজীবকে আওয়ামী লীগের রাজনীতি থেকে যেভাবেই হোক সরাতে হবে। অন্যথায় সাভারের মাটিতে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব না। রাজীবকে নিয়ে যে মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে; আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। |