বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী দল
Published : Tuesday, 23 April, 2024 at 6:00 AM, Count : 172

বর্তমান ডেস্ক: ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা, সদ্যই অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে জ্যোতিরা। এবার সেই সিরিজের রেশ না কাটতেই জ্যোতি-নাহিদাদের সামনে এখন ভারত পরীক্ষা।

ঘরের মাঠে ভারত দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই সিরিজের জন্য বাংলাদেশ সফরে এসেছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরের মধ্যেই সিলেট পৌঁছেছে ভারত নারী দল।

ভারতের নারী ক্রিকেট দলের এবার তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো। ২০১৪ সালে প্রথমবারের সফরে ৩-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এরপর গত বছরের জুলাইয়ে ভারতের সর্বশেষ সফরে তারা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে হবে যথাক্রমে পরের চার ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায় আবার শেষ ম্যাচ হবে সন্ধ্যা ৬ টায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft