শিরোনাম: |
ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
|
ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির মোট ৩৪ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের ২৩ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা, দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা ও তৃতীয় স্থানে লাভেলো আইসক্রিমের ১ কোটি ১৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮৮ লাখ টাকার, সী পার্ল রিসোর্টের ৮৫ লাখ ১৪ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮১ লাখ ৬৪ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ লাখ ৩৫ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৬৬ লাখ ১১ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫১ লাখ ৯৯ হাজার টাকা এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। |