শিরোনাম: |
দর পতনের শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স
|
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৫১ বারে ১৯ লাখ ৭৬ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮০ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৬ বারে ৭ লাখ ১২ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭ বারে ৭২ হাজার ৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের ৪.৫৩ শতাংশ, ফারইস্ট ফাইনান্সের ৪.১৭ শতাংশ, রুপালী ব্যাংকের ৪.১১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.০৫ শতাংশ, মিরাকল ইন্ডাজট্রিজের ৪.০৪ শতাংশ, ফাইন ফুডসের ৪.০২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ শেয়ার দর কমেছে। |