শিরোনাম: |
দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
|
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৫ বারে ৪ লাখ ১০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে প্রাইম টেক্সটাইলে শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪ বারে ১ লাখ ৪৮ হাজার ৫৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা একটিভ ফাইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৫ বারে ১ লাখ ৪০ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে –এএফসি অ্যাগ্রোর ৯.৬৫ শতাংশ, কাট্রালি টেক্সটাইলের ৮.৭২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৮.৬৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮.৩৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.২৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৮.১০ শতাংশ এবং আনলিমায়ার ডাইংয়ের ৮.০৭ শতাংশ শেয়ার দর কমেছে। |