শিরোনাম: |
দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
|
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১ বারে ১১ লাখ ৬২ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ ১৩ হাজার টাকা। তালিকায় ২য় স্থানে থাকা একটিভ ফাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৮৪ বারে ১ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৫০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ লাখ ১২ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১১৪ বারে ১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ১৬ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -প্যাসিফিক ডেনিমস, ফাইন ফুডস, এএফসি এগ্রো বায়োটেক, বিডি থাই এ্যালুমিনিয়াম, প্রাইম টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। |