রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
গাজীপুরে অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় নিহত ২
Published : Sunday, 3 March, 2024 at 6:00 AM, Count : 191

গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের কলিয়াকৈরের হরিণহাটিতে অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় কসাই ও বেকারির শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে কসাই হেলাল উদ্দিন (৪২) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বেকারির শ্রমিক কাদেরুল (২৮)।
 
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়,  কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়া থাকতেন হেলাল উদ্দিন ও কাদেরুল। শুক্রবার দিবাগত রাতে তারা একত্রে বসে দেশীয় মদ (বাংলা মদ) পান করছিলেন। অতিরিক্ত মদ পানের একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এসময় তাদের মুখ দিয়ে লালা ঝরছিল। আশংকাজনক অবস্থায় তাদেরকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
 
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, নিহতদের আত্মীয় স্বজনরা ’বিষক্রিয়া হয়েছে’- এমন ধারনায় মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ।  তবে স্থাণীয়রা জানান  তারা অতিরিক্ত মদ পান করায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft