শিরোনাম: |
সাপ্তাহিক দর পতনের শীর্ষে আরমিট সিমেন্ট
|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরমিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯১ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–এস্কয়ার নিটের ৯.৩২ শতাংশ, জেমিনি সী ফুডের ৯.১১ শতাংশ, পাওয়ার গ্রীডের ৯.০২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৮.২০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.০০ শতাংশ, আইবিবিএল সেকেন্ড মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৭.৯৮ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৬০ শতাংশ শেয়ার দর কমেছে। |