শিরোনাম: |
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন
|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইনের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইয়াকিন পলিমারের ১২.৪৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১২.৪৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১২.২৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ১১.৭৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১১.৪৮ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১১.২৭ শতাংশ এবং রূপালী ব্যাংকের ১১.২৪ শতাংশ শেয়ারদর কমেছে। |