শিরোনাম: |
বইমেলায় কুবি শিক্ষার্থীর লেখা প্রথম কাব্যগ্রন্থ "জীবন বড় কল্পনাময়"
|
কুবি প্রতিনিধি : অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাতের লেখা কাব্যগ্রন্থ "জীবন বড় কল্পনাময়"। এটি তার লেখা প্রথম কাব্যগ্রন্থ।
জীবন বড় কল্পনাময় ' কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন পলক রায়। কাব্যগ্রন্থটি এ এইচ প্রকাশনির ১৪৫ নং স্টলের পাশাপাশি পাওয়া যাবে রকমারি ডট কম এবং কুবি বুকশপে। এবিষয়ে ইয়াছিন আরাফাত বলেন, ‘আমি কবিতা লিখি কারণ আমার চিন্তা করতে ভালো লাগে, মনের কথা গুলো কবিতার ছন্দে বলতে ভালো লাগে। মানুষের দুঃখময়, হতাশাজনক, অতিরিক্ত চাওয়াগুলো, না পাওয়ার যন্ত্রণা, পেয়েও অল্পতেই হারিয়ে ফেলার কষ্টগুলো কবিতায় তুলে ধরতে ভালো লাগে। আমি চিন্তা করতে ভালোবাসি। আমার কাছে বই প্রকাশ পাওয়ার আনন্দ অনেক বেশি না হলেও তৃপ্তি টা অনেক বেশি। অসংখ্য লেখকের ভিড়ে সে বইয়ের প্রকৃত পাঠক সংখ্যা বৃদ্ধি দেখতে পাওয়াটা আরও বেশি বিশাল সার্থকতা।' তিনি আরও বলেন, ‘বই প্রকাশ বর্তমান সময়ে কিছুটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তবে পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি না হলেও কম নয়। এতসব বিখ্যাত লেখকের মাঝে আমি এক সাধারণ লেখকও সবার ভালোবাসায় স্বার্থক ভাবে একজন সফল, সঠিক লেখক হিসেবে গড়ে উঠতে চাই।' উল্লেখ্য, লেখকের প্রথম এই বই "জীবন বড় কল্পনাময়" পাওয়া যাবে এ. এইচ প্রকাশনীর ১৪৫ নং স্টলে । |