শিরোনাম: |
ফ্লোর প্রাইজ প্রত্যাহার; দিনের শুরুতেই বড় পতন
|
ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর প্রথম লেনদেনের দিন রোববার (২১ জানুয়ারি) বড় পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচকের ২৪০ পয়েন্ট পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২৪০ পয়েন্ট পতনের পর সূচক এসে দাড়িয়েছে ৬ হাজার ১২৪ পয়েন্টে। পতন হয়েছে বাকি দুইটি সূচক ডিএসইএস এবং ডিএসই৩০ এরও। এসময় ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে এসে দাড়িয়েছে। এদিন প্রথম ১০ মিনিটে ডিএসই লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ৪৮ লাখ টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, ফ্লোর প্রাইজ তুলে ফেলার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পরলেও বড় বিনিয়োগকারীরা এখনও বাজাটে সক্রিয় আছেন। যার কারণে অল্প সময়েই লেনদেনের পরিমাণ বেশি। |