শিরোনাম: |
পূবালী ব্যাংক ও কলকাতার অ্যাপোলো হাসপাতালের মধ্যে চুক্তি
|
পূবালী ব্যাংক পিএলসি ও কলকাতার এপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল এবং এপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (ইআর) রানা দাশগুপ্ত, হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর এম এম মাসুমুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের কার্ডহোল্ডাররা কলকাতার এপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের স্ট্যান্ডার্ড হেলথ্ চেক-আপ প্যাকেজে ২০ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন। |