শিরোনাম: |
সাপ্তাহিক দর পতনের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফান্ড
|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এমসিএল সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৪ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১২ দশমিক ৯০ শতাংশ।ফান্ডটি সর্বমোট ১৭ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১২.০৪ শতাংশ, প্যাসেফিক ডেনিমস-পিডিএলের ৯.৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৩৩ শতাংশ, এনসিসি মিউচ্যুয়াল ফান্ড-ওয়ানের ৮.৫৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৪২ শতাংশ এবং জিকিউ বলপেনের ৮.২৩ শতাংশ। |