বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
স্বদেশ লাইফের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ১০ পরিচালককে অপসারণ
Published : Saturday, 6 January, 2024 at 6:00 AM, Count : 341

 বিমা আইন লঙ্ঘন ও অর্থ আত্মসাৎ করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ১০ পরিচালককে অপসারণ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইডিআরএ-র আইন শাখার পরিচালক মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত পৃথক পৃথক নির্দেশনায় এ অপসারণ আদেশ জারি করা হয়।


অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন- স্বদেশ লাইফের পরিচালক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান, পরিচালক ও ভাইস চেয়ারম্যান মো: শহিদুল আহসান, পরিচালক নুরুল আলম চৌধুরী, পরিচালক মো: বাহারুল আহসান, পরিচালক মারজানুর রহমান, পরিচালক ফারাহ আহসান, পরিচালক এ বি এম আব্দুল মান্নান, পরিচালক শাসসুন নাহার রহমান, পরিচালক মো: ফিরোজুল আহসান, পরিচালক মো: কামরুল আহসান, পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম, পরিচালক মদিনা তুন নাহার।

আইডিআরএ-এর অপসারণ আদেশে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফের পেইড-আপ ক্যাপিটাল এর বিপরীতে রাখা ১৩.০৫ কোটি টাকা স্থায়ী আমানতের বিপরীতে এনআরবিসি ব্যাংক হতে ১৪.৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। বীমা আইন ২০১০ এর ২১ (২) ধারায় পেইড-আপ ক্যাপিটাল কোনো তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে রাখার বিধান রয়েছে। তাছাড়া ঋণ হিসেবে উত্তোলিত টাকা কোম্পানির সংশ্লিষ্ট সময়ের স্থিতিপত্রে প্রদর্শন করা হয়নি বিধায় উক্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়।

জানা যায়, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করে বীমা আইন লঙ্ঘন ও আত্মসাৎ করার মাধ্যমে বীমা কোম্পানি ও পলিসি গ্রাহকের স্বার্থহানি করায় বীমা আইন ২০১০ এর ৫০ (১) ধারা অনুযায়ী পদ হতে কেনো অপসারণ করা হবেনা তার কারণ দর্শানোর জন্য গত ১১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় প্রদান করে ডাকযোগে (রেজিস্ট্রিসহ) এবং ই-মেইলের মাধ্যমে গত ৪ ডিসেম্বর অভিযুক্তদের চিঠি পাঠানো হয়। নির্ধারিত সময় অতিবাহিত হলেও অভিযুক্তরা কারণ দর্শানোর কোনো জবাব জমা দেননি অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেননি।


এমতাবস্থায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পৃথক পৃথক আদেশ জারি করে অভিযুক্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১০ পরিচালককে অপসারণ করল বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft