শিরোনাম: |
মালিকানা পরিবর্তনের অনুমতি পেয়েছে ইয়াকিন পলিমার
|
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের মালিকানা পরিবর্তনের অনুমতি দিয়েছে। বুধবার (৩ জানুয়ারি,২০২৪) বিএসইসির সহকারি পরিচালক একেএম ফখরুল আলম সই করা একটি চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে। সিডিবিএলের মাধ্যমে নতুন মালিকদের কাছে ৩০ দশমিক ১১ শতাংশ শেয়ার হস্তান্তর করবে। মোট শেয়ারের সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫টি। সূত্র মতে, নতুন মালিকদের মধ্যে সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ,এসএম আক্তার কবির, ও কাজী এমদাদুল হকের কাছে থাকা ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ার কিনবে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড। ইয়াকিন এগ্রো প্রোডাক্টস,কাজী আনোয়ারুল হক ও এস.এম. মনিরুজ্জামান তিনজনের কাছে থাকা ৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার কিনে নিবে চাকলাদার রেজাউল আলম। কাজী নজিবুল হক,সুবরিনা সামাদ ও জুলিয়া পারভিন কাছে থাকা ৮ দশমিক ৬০ শতাংশ শেয়ার কিনবে মোহাম্মদ হারুন উর রশিদ। এবং এস.কে. জামিল হোসেনের ২ শতাংশ শেয়ার কিনবে দিদারুল আলম। নতুন মালিকদের যেসব শর্ত মানতে হবে: ইয়াকিন পলিমারের নতুন মালিকদের ১০টি শর্ত দিয়েছে বিএসইসি। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো-কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ করবেন। সকল পরিচালকদের কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে এবং সকল পরিচালকদের শেয়ার তিন বছর লকইন থাকবে। কোম্পানির সকল ঝামেলার সমাধান করতে হবে। ৩০ কার্য দিবসের মধ্যে শেয়ার হস্তান্তর করতে হবে। একই সাথে স্থানান্তরের দুই মাসের মধ্যে কোম্পানির উৎপাদন নিশ্চিত করতে হবে। |