সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয় সংসদ নির্বাচন: আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Published : Saturday, 16 December, 2023 at 6:00 AM, Count : 285

বর্তমান প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক/পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. রোজ শুক্রবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইটিআই ভবন, আগারগাঁও, ঢাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮টি রেঞ্জের উপমহাপরিচালক, কুমিল্লা রেঞ্জের পরিচালক ও ৬৪ জন জেলা কমান্ড্যান্ট প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (অপারেশনস্) সৈয়দ ইফতেহার আলী, বিএএম, বিভিএম এবং উপপরিচালক (অপারেশনস্) কানিজ ফারজানা শান্তা।

প্রশিক্ষণে সংবিধান, নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকা- এর উপর সেশন পরিচালনা করেছেন নির্বাচন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ এর উপর আলোচনা করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন ও সমন্বয়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয় ও যোগাযোগ- এর উপর সেশন পরিচালনা করেছেন যুগ্ম-সচিব (প্রশাসন ও অর্থ) মোঃ মনিরুজ্জামান তালুকদার।

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান। নির্বাচনি দায়িত্ব সমন্বয় সংক্রান্ত নির্দেশনাবলী- এর উপর সেশন নিয়েছেন যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান।

আনসার ও ভিডিপি গ্রাম প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশনস্) মোঃ ফখরুল আলম, বিভিএম, পিএএমএস।

ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহের উপর সেশন নিয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft