রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
অ্যাকজেনটেকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওকে ওয়ালটনের শুভেচ্ছা
Published : Saturday, 16 December, 2023 at 6:00 AM, Count : 236

রবি আজিয়াটা লিমিটেডের নতুন সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আদিল হোসেন নোবেল। তাকে শুভেচ্ছা জানিয়েছে ওয়ালটন।

বাংলাদেশের ইলেকট্রনিক ও ইলেকট্রিক জায়ান্ট ওয়ালটন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন খন্দকার মোসাব্বের হুসাইন (জেনারেল ম্যানেজার কর্পোরেট বিজনেস ও এন্টারপ্রাইজ বিজনেস রবি) ও মো. আসাদুজ্জামান (ভাইস প্রেসিডেন্ট এন্টারপ্রাইজ বিজনেস সলিউশনস ও এন্টারপ্রাইজ বিজনেস, রবি), ইঞ্জিনিয়ার সুফিয়ান চৌধুরী (নির্বাহী পরিচালক প্রশাসন ওয়ালটন), ইঞ্জিনিয়ার মো. শামীম রেজা (ইনচার্জ আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিস ওয়ালটন) ও সাজ্জাদ হোসেন চিশতী (হেড অব মাকেটিং রাইজিংবিডি)।


উল্লেখ্য, রবি আজিয়াটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাকজেনটেকের লক্ষ্য হচ্ছে, করপোরেট ও এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ওয়ান–স্টপ আইসিটি সেবা প্রদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। মো. আদিল হোসেন নোবেল দেশের একজন সুপরিচিত মডেল। তিনি ২০১৯ সালের জুনে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে নিযুক্ত হন। তারও আগে ২০১৪ সালের অক্টোবরে তিনি এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রবিতে যোগ দেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft