রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
জমি কেনার অনুমোদন পেলো এডিএন টেলিকম
Published : Tuesday, 5 December, 2023 at 6:00 AM, Count : 208

তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এই এজিএম অনুষ্ঠিত হয়।


কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষত হিসাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং রাজধানীর মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আসিফ মাহমুদ।


কোম্পানির সচিব মো. মনির হোসেনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

এছাড়া কোম্পানির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো.  মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মো. মারুফ, বোর্ডের উপদেষ্টা মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft