শিরোনাম: |
গোপালগঞ্জ-১ আসনে ফারুক খান এমপি'র মনোনয়নপত্র দাখিল
|
গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু'র নিকট তার কন্যা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান এবং স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাব্বির খান, এম এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, শেখ এনায়েত হোসেন লিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মুস্তাফিজুর রহমান, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শেখ রনি আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক তানিয়া হক শোভা, পসারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার খান প্রমূখ। এর আগে মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে মুকসুদপুর সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণেএক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের সম্মতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন। |