বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
ডা.মো: এনামুর রহমানসহ ১৩ জন চিকিৎসক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন
Published : Tuesday, 28 November, 2023 at 6:00 AM, Update: 28.11.2023 11:46:10 AM, Count : 524


বর্তমান প্রতিবেদক: কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ বাদে ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে এবার নতুন ও পুরোনো মিলিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন চিকিৎসক নৌকার মনোনয়ন পেয়েছেন।

যে আসনে চিকিৎসকরা নৌকার মনোনয়ন পেলেন:

ঢাকা-১৯ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো: এনামুর রহমান,সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক, কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত, হবিগঞ্জ-১ স্বাচিপ ও বিএমএ সভাপতি ডা.মো: মুশফিক হুসেন চৌধুরী, টাঙ্গাইল-৩ আসন থেকে বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. মো: কামরুল হাসান খান। এছাড়া চাঁদপুর-৩ আসন থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি, বগুড়া-৭ থেকে ডা. মোস্তফা আলম নান্নু, মেহেরপুর-২ থেকে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, চাপাই নবাবগঞ্জ-১ থেকে ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, যশোর-২ থেকে ডা.মো: তৌহিদুজ্জামান তুহিন, কিশোরগঞ্জ-১ থেকে ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি, সিরাজগঞ্জ-৩ থেকে শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মো: আব্দুল আজিজ, নাটোর-৪ থেকে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে, তিন প্রতিমন্ত্রীসহ মনোনয়ন পাননি বর্তমান ৭২ জন সাংসদ। নৌকার মনোনয়ন না পাওয়ার মধ্যে রয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নমিনেশন বঞ্চিতদের মধ্যে রয়েছেন হাবিবে মিল্লাত, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, মহিউদ্দিন খান আলমগীর।

২৯৮ আসনে নৌকার ১০৯ নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া ২৩ টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে।

মনোনয়ন ফিরে পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, চয়ন ইসলাম। নতুনদের মধ্যে আলোচিত চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসান, মাঈনুল হোসেন খান নিখিল, রাশেক রহমান, সাঈদ খোকন, সেলিম মাহমুদ প্রমুখ।

২৯৮ আসনে নৌকার ১০৯ নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া ২৩ টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে।

মনোনয়ন ফিরে পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, চয়ন ইসলাম। নতুনদের মধ্যে আলোচিত চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসান, মাঈনুল হোসেন খান নিখিল, রাশেক রহমান, সাঈদ খোকন, সেলিম মাহমুদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft