শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
সুপার স্টিল ও পেনিনসুলা স্টিলের মধ্যে স্থায়ী সম্পদ অর্জনের সিদ্ধান্ত
Published : Monday, 27 November, 2023 at 6:00 AM, Count : 188

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিল সুপার স্টিল এবং পেনিনসুলা স্টিলের মধ্যে স্থায়ী সম্পদ অর্জনের একটা কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে স্টিল স্ট্রাকচার শেড, বিল্ডিং, মূলধনী মেশিনারিজ এবং ইউটিলিটি কানেকশন। মোট ১৬৪ ডেসিমেল জমির মূল্য ১৩০ কোটি টাকা ধরা হয়েছে।

স্থায়ী সম্পদ অর্জনের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে কোম্পানিরি বছরে অতিরিক্ত ৬২ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন বাড়াবে। উৎপাদন ক্ষমতার প্রত্যাশিত বৃদ্ধি কোম্পানির রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানিটি ধারণা করছে বার্ষিক রাজস্ব হবে ৩ হাজার কোটি টাকার।

কোম্পানিটি জানায়, এই কৌশলগত বিনিয়োগের জন্য বিনিয়োগের অর্থ কোম্পানির নিজস্ব আয় এবং আংশিকভাবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft