বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসন
মনোনয়ন ফরম নিলেন ১৪ জন
Published : Thursday, 23 November, 2023 at 6:00 AM, Count : 344

বর্তমান প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা- ২০ আসন (ধামরাই) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও তাহার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক  সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বিষয়ক ও ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মোক্তা, তাহার চাচা ডা. মোখলেস উজ জামান হিরো, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান, (সি আই পি) তাহার বোন ড.নীরু কামরুন নাহার এবং মনোয়ার হোসেন। এছাড়া আরো নাম শোনা গেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম ও সহ-সভাপতি ও  বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের  বর্তমান সফল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ কাদের মোল্লা, এদের মধ্যে সোমবার ধামরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন প্রত্র  নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, মোহাদ্দেস হোসেন ও ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
পৌর মেয়র গোলাম কবির মোল্লা বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমরা অনেকেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তাহার সঙ্গেই কাজ করবো ইনশাআল্লাহ। শীর্ষ নেতাদের কয়েক জন জানিয়েছেন, এ আসনে বর্তমান সংসদ সদস্য বেনজীর আহমেদ আবারও মনোনয়ন পেতে যাচ্ছেন। 
তবে একটি সূত্র জানায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft