রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২১ পৌষ ১৪৩১
সংলাপের আর সুযোগ নাই, পিটার হাসকে ওবায়দুল কাদের
Published : Wednesday, 15 November, 2023 at 6:00 AM, Count : 224

বর্তমান প্রতিবেদক : সংলাপের আর সুযোগ নাই, তারপরও এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ আলোচনা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিসহ দলের নীতিনির্ধারণী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা ছাড়া সাধারণ সম্পাদক একা কোনো সিদ্ধান্ত জানাতে পারে না।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি  হাস তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদেরের হাতে।

চিঠি পেয়ে ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে।’

আজ বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যোগযোগমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে এসব আলাপ হয়েছে বলে জানান, ওবায়দুল কাদের। তিনি বলেন, শর্তহীন আলাপের বিষয়টি ছিল মূল কথা। আগে থেকেই আওয়ামী লীগ বলছে, আলোচনা হলে শর্তহীন হতে হবে।

আলোচনার বিষয়ে সরকার কি ভাবছে এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। জবাবে মন্ত্রী বলেছেন, আলোচনা করতে হলে দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে হবে। দেশে প্রায় শতাধিক রাজনৈতিক দল রয়েছে। তফসিল ঘোষণার পর এই সময়ের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা করা কি সম্ভব? রানৈতিক দলগুলো যদি এখন আলোচনাতেই ব্যস্ত থাকে তাহলে নির্বাচনী প্রচার বা অন্যান্য কাজগুলো কখন করবে? সাংবাদিকদের জানান, এ কথা বলেছেন মন্ত্রী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft