রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
কুবির প্রধান ফটকে ছাত্র দলের তালা
Published : Sunday, 5 November, 2023 at 6:00 AM, Count : 232

কুবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপির) ডাকা দুইদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত ব্যানার টাঙিয়ে তালা ঝুলিয়ে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে। তবে তালা ঝুলানোর কিছুক্ষনের মধ্যে প্রক্টরিয়াল বডি এসে প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন।  

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ সহ ছাত্রদলের আরো কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল ৭ টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এরপর প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ভিতরে প্রবেশ করে।

তালা দেওয়ার কথা স্বীকার করে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ও সভাপতি পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'বিএনপির ডাকা দুইদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতি দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাব।'

তিনি আরো বলেন, 'প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অরাজকতার কারণে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, 'বিষয়টি শোনা মাত্রই আমি ক্যাম্পাসে এসেছি। তারপর প্রক্টরিয়াল বডিকে সাথে নিয়ে প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের চলাচলের জন্য অবমুক্ত করে দেই। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কেউ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করলে তাকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft