শিরোনাম: |
ওয়েস্টার্ন মেরিনের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
|
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। তবে অনিবার্য কারণবশত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। অনুষ্ঠিত হতে যাওয়া সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। |