মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইক পেন্স
Published : Sunday, 29 October, 2023 at 6:00 AM, Count : 305


যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল।

শনিবার লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক সম্মেলনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বর্তমান ডেস্ক: রিপাবলিকান এই শীর্ষ নেতা এক ঘোষণায় বলেন, ‘এটা আমার জন্য উপযুক্ত সময় নয়। তবে আমার এ নিয়ে কোনো অনুশোচনা নেই।’ 


মাইক পেন্স হচ্ছেন প্রধান সারির প্রথম কোনও রিপাবলিকান প্রার্থী যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য রিপাবলিকানদের সমর্থন আদায়ে ব্যর্থ হন মাইক পেন্স। নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনার জন্য আর্থিকভাবেও খুব বেশি ভালো অবস্থানে ছিলেন না তিনি। 

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে, অসংখ্য আইনি সমস্যা মাথায় নিয়েও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।


ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় তার ঘনিষ্ঠ মিত্র ছিলেন মাইক পেন্স। তবে ২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

গত ৫ জুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পেন্স মনোনয়নপত্র জমা দেন। নিজের সাবেক ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্পের ওপর চাপ বেড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল।

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে মাইক পেন্স বলেন, ‘আমি নির্বাচনের প্রচারণা থেকে সরে যাচ্ছি। কিন্তু আমি কখনোই রক্ষণশীলদের মূল্যবোধের এই লড়াই ত্যাগ করবো না।’

অন্য কোনো রিপাবলিকান প্রার্থীর প্রতি এখনো নিজের সমর্থন জানাননি মাইক পেন্স।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft