সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
৪১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
Published : Sunday, 29 October, 2023 at 6:00 AM, Count : 421


বর্তমান ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪১টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ও শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।


শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা দেওয়া কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাতের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এডভেন্ট ফার্মার ২ শতাংশ নগদ লভ্যাংশ, আমরা টেকনোলজিসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, জেনারেশন নেক্সটের ১ শতাংশ নগদ লভ্যাংশ, জেনেক্স ইনফোসিসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ন্যাশনাল পলিমারের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, সিলভা ফার্মার ১ শতাংশ নগদ লভ্যাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এএমসিএল প্রাণের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ, প্রিমিয়ার সিমেন্টের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১২ শতাংশ নগদ লভ্যাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, একমি ল্যাবরেটরিজের ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ, ওয়াটা কেমিক্যালসের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, জিবিবি পাওয়ারের ২ শতাংশ নগদ লভ্যাংশ, শাশা ডেনিমসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এসিআইয়ের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ, বিডিকম অনলাইনের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, জাহিন স্পিনিংয়ের ০.২৫ মতাংশ নগদ লভ্যাংশ, নাভানা সিএনজির ১০ শতাংশ নগদ লভ্যাংশ, খুলনা পাওয়ারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ফাইন ফুডসের ১.২৫ শতাংশ নগদ লভ্যাংশ, জিকিউ বলপেনের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, প্যাসিফিক ডেনিমসের ১ শতাংশ নগদ লভ্যাংশ, এসকে ট্রিমসের ৩ শতাংশ নগদ লভ্যাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ওরিজা এগ্রোর ৫ শতাংশ নগদ লভ্যাংশ, এসিআই ফর্মুলেশনসের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, শাহজীবাজার পাওয়ারের ১১ শতাংশ নগদ লভ্যাংশ, ভিএফএস থ্রেডের ২ শতাংশ নগদ লভ্যাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বারাকা পাওয়ারের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ইউনাইটেড পাওয়ারের ৮০ শতাংশ নগদ লভ্যাংশ, বেঙ্গল উইন্ডসরের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ, মবিল যমুনা বাংলাদেশের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বিডি অটোকারসের ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft