সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
সমাবেশ আতঙ্ক: নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের
Published : Saturday, 28 October, 2023 at 6:00 AM, Update: 28.10.2023 9:04:28 AM, Count : 257

বর্তমান ডেস্ক: রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াত। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। এরপরও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী শাপলা চত্বর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। পাশাপাশি শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মচারীদের মধ্যে কাজের তোড়জোর রয়েছে। শুক্রবার সকাল থেকে অধিকাংশ কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের চারদিকে পাহারার দায়িত্বে রয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সমাবেশ ঘিরে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। এজন্য শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের চারপাশে পাহারা বাড়ানো হয়েছে। শনিবারও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার নিরাপত্তায় পাহারা বাড়ানো হবে।

এর আগে ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।

মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না। শুক্রবারও ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

অবশ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, অনুমতি না পেলেও তাঁরা মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft