শিরোনাম: |
পটুয়াখালী-১ আসনের সাংসদ অ্যডঃ শাহজাহান মিয়ার ইন্তেকাল
|
মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-১ আসনের সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ২১ অক্টোবর (শনিবার) ভোর ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ( সাবেক পিজি) চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৭ জানুয়ারি ১৯৪০ সালে জন্মগ্রহণকারী অ্যডঃ শাহজাহান মিয়া কর্মজীবনে তিনি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি, ১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান, । পটুয়াখালী- ১ আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। এর মধ্যে ২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পূর্ববর্তী সময় সাংসদ থাকাকালীন তার মৃত্যুতেে পটুয়াখালী জেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। পটুয়াখালীতে তিনি আওয়ামী লীগের অভিভাবক হিসাবে পরিচিত ছিলেন।এলাকায় আওয়ামীলীগের একজন সাদা মনের মানুষ হিসেবে সুখ্যাতি অর্জন করেন। শনিবার বিকেল ৩ টায় ঢাকায় সংসদ ভবনে এবং ২২শে অক্টোবর ( রবিবার) সকাল ১১ টায় পটুয়াখালী ঝাউতলা (ফোর লেনে) মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। |