শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
নার্কের 'নিউট্রিশন ও অটিজম' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Published : Tuesday, 17 October, 2023 at 6:00 AM, Count : 349

বর্তমান প্রতিবেদক: নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার (নার্ক) বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী নন প্রোফিট অর্গানাইজেশন। সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি কনভেশন সেন্টারে  উক্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেলো, 'নিউট্রিশন ও অটিজম' বিষয়ক একটি সেমিনার।

উক্ত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটিজম গবেষক মোহাম্মদ আরিফুর রহমান। আলোচক হিসাবে সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কপিল আহমেদ (পিএইচডি), প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন (কমিউনিটি মেডিসিন হেড, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল), শামসুন নাহার মহুয়া (প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল)। কনফারেন্স চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডা. এম.এ. রহমান (পিএইচডি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্ক- এর মানব সম্পদ বিভাগের প্রধান রায়হানুল ইসলাম রুকু এবং সমন্বয়ক আফিয়া নবী আশা অন্তু। এছাড়াও অটিজমের খাদ্যাভ্যাস ও নিয়মিত খাদ্য গ্রহন এবং পুষ্টির অবস্থা বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পি.এইচডি ক্যান্ডিডেট পুষ্টিবিদ তামান্না শারমিন ।

আজকের কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো নার্ক-এর কার্যক্রম ও বর্তমান গবেষণাপত্র সামাজিকভাবে সকল পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞানমূলক আলোচনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। নার্ক জানায়, 'আমাদের প্রধান লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া এসব বুদ্ধি- প্রতিবন্ধীসহ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত যে সমস্ত শিশুরা রয়েছে তাদের  স্বাস্থ্য সুরক্ষা বিশেষ করে খাবার গ্রহণে পুষ্টিকর খাদ্য পরিবেশন ও কি খেলে এবং কি না খেলে এ সমস্ত শিশুর শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক শিশুদের মতো করে বেড়ে উঠতে সাহায্য করবে সেসব নিয়ে আলোচনা এবং কাজ করা।' বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান ও পেশাজীবী বিশেষ করে, ডাক্তার, পুষ্টিবিদ ও থেরাপিষ্ট রয়েছেন তাদের সঙ্গে এসব বিষয়ে মত বিনিময় করা- এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

নার্ক নিজেদের কার্যক্রম সহ অন্যান্য গবেষণাপত্র প্রকাশ ও সমাজের সকল শ্রেণীর মানুষদের সাথে তা বিনিময় এবং পরিবার, সমাজ ও পেশাজীবীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে। নার্ক এর দুটি নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে যা আজ উদ্বোধন করা হয়। একটি হচ্ছে নিউট্রিশন ও অটিজম বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘স্পেকমাইন্ড’। অন্যটি এল.এম.এস (লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অন লাইন ইউটিউব চ্যানেল, স্পেক মাইন্ড- আমরা ভালো থাকতে চাই)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আহসান আদেলুর রহমান, এমপি, বিশেষ অতিথি, কামরুল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব, পরিচালক সমাজসেবা অধিদপ্তর), মোহাম্মদ আমান উল্লাহ (উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা জেলা) উপস্থিত ছিলেন। কনফারেন্সটির সভাপতিত্ব করেন নার্ক-এর নির্বাহী পরিচালক পুষ্টিবিদ তামান্না শারমিন। অনুষ্ঠানে অটিজম আক্রান্ত শিশুর অভিভাবকরাও তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সম্মেলনের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নার্ক-এর চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft