সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রধান দুই দলের সংলাপের প্রয়োজনীতার কথা মার্কিন পর্যবেক্ষক দলকে জানালেন সাংবাদিকরা
Published : Tuesday, 10 October, 2023 at 6:00 AM, Count : 190

বর্তমান প্রতিবেদক : নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দুই অবস্থানে রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা সমাধান করতে হলে প্রধান দুই দলকে আলোচনায় বসতে সমঝোতায় আসতে হবে। রাজধানীর গুলশান ২ নম্বরে ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলকে এসব কথা বলেছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

বৈঠক শেষে হোটেলের নিচে অবস্থানকারী সাংবাদিকদের এসব কথা জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা। যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের পক্ষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

বৈঠক শেষে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভালো নির্বাচন চাইছে। আমরা সবাই ভালো নির্বাচন চাই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেটা তাঁরা জিজ্ঞেস করেছেন। আমরা বলেছি, দুই দল একসঙ্গে বসতে হবে। একসঙ্গে বসে তারা যদি কোনো অ্যাগ্রিমেন্টে (সমঝোতায়) আসতে পারে, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে। জাফর সোবহান আরও বলেন, সবাই স্বাধীনতা চাইছি, যাতে ভালোভাবে রিপোর্ট করতে পারি। 

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, তাঁরা নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থান। নির্বাচনী সমস্যা সমাধান করতে হলে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft