শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
তারেক রহমানকে ফিরিয়ে আনা ও এডিসি হারুনের সাজা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
Published : Thursday, 14 September, 2023 at 6:00 AM, Update: 14.09.2023 4:04:33 PM, Count : 131

বর্তমান প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি কীভাবে সম্পন্ন হবে সেটা পরে জানাতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদারকি করছে। এরপরই তারেক রহমানসহ অন্যান্যদের ফিরিয়ে আনার বিষয়টি সামনে আসবে। তবে এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হারুনুর রশিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া কোন পর্যায়ে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার বিভাগীয় মামলা এবং ভিকটিম যদি মামলা করেন তখন আইন অনুযায়ী গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft