সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত
Published : Monday, 31 July, 2023 at 6:00 AM, Count : 109

বর্তমান প্রতিবেদক: পুলিশের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেটে আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

গত ২৫ জুলাই সকালে ই-মেইলে সমাবেশ করার অনুমতি চেয়ে ও বিকেলে আবার একটি জামায়াতের আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে স্বশরীরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে কোনো অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় এখনো তাদের অনুমতি দেওয়া হয়নি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft