শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
রাজশাহীতে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’
বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : সাবেক এমপি কাজী দারা
Published : Wednesday, 19 July, 2023 at 6:00 AM, Count : 524

রাজশাহী ব্যুরো : যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন ও ভোট বিশ্বাস করে না, জনগণের শক্তিকে বিশ্বাস করে না। জনগণও তাদেরকে বিশ্বাস করে না। দাম দেয় না তাই তাদের রাজনৈতিক সভায় লোক হয় না। এখন তারা নৈরাজ্য ও ভোটের বিরোধিতায় মেতে উঠেছে; তাই এক দফা কর্মসূচি দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাইছে বিএনপি; ব্যর্থ চেষ্টা মাত্র কারণ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর মধ্যে রাজশাহীতে গত ১৮ জুলাই (মঙ্গলবার) আওয়ামী লীগের দলীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলো। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বক্তব্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের শক্তির ওপরে আর কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ষড়যন্ত্রের নামে পদযাত্রার মত নতুন নতুন কমসূচি দিচ্ছে। তাদের কর্মসূচি মানুষ প্রত্যাক্ষাণ করেছে।

বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে সারা দেশে মাঠে থাকছে। এর অংশ হিসেবে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি দেয়া হয়েছে। ক্ষমতাসীন দল এ সমাবেশকে ‘শান্তি ও উন্নয়ন মিছিল’ হিসেবে আখ্যায়িত করলেও এটিকে বলা হচ্ছে বিএনপির পদযাত্রার পাল্টা কর্মসূচি।

শোভাযাত্রায় যোগ দিতে দুপুর দুইটার পর থেকেই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে রাজশাহী রানী বাজার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন উপজেলা, থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আগত নেতা-কর্মীরা উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুনে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন নেতা-কর্মীরা। তাদের অনেকে স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’। কেউ কেউ নৌকা ও ঘোড়ার গাড়ি দিয়ে কর্মসূচিতে যোগ দেন।এ সময় এমপি দারা তার বক্তব্যে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তার দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা ভেবেছে নৈরাজ্য করে পার পেয়ে যাবে। অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। এতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দায়ী থাকবে বিএনপি-জামায়াত।’ তিনি বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তারা আবার সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। দেশে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদেরকে এই বিশাল শান্তি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করতে হয়েছে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে।

জেলার সাধারণ সম্পাদক দারা বলেন, বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে জনগণের কাছ থেকেই ওরা প্রত্যাখ্যাত হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও উন্নয়নের সরকার কায়েম করবো। আগামী সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এজন্যই আমাদের এই শান্তি সমাবেশ। লক্ষ লক্ষ মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছে। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চায়।

রাজশাহীসহ সারা দেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির আহ্বানে মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রানীবাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলাধীন সর্বস্তরের দলীয় নেতাকর্মী নগরীর বিভিন্ন সড়কপথ প্রদক্ষিণ করে। পরে নগরীর অলোকার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ইব্রাহিম হোসেন, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি (পুঠিয়া-দূর্গাপুর-৫) কাজী আব্দুল ওয়াদুদ দারা। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ জনসাধারন উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft