সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
শিক্ষার আলো জ্বললো অর্ধশত বছর পর
পুঠিয়ার হোজা নদীর তীরে গড়ে উঠা তালুকদার গ্রামে
Published : Sunday, 9 July, 2023 at 6:00 AM, Count : 883

রাজশাহী ব্যুরো : সামাজের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া ছিন্নমূল শিশুদের কাছে স্কুল শব্দটিই যেন একটি স্বপ্ন। পুঠিয়া উপজেলার পূর্ব বারইপাড়া গ্রামে দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার পর সেই স্বপ্ন পূরণ করলো ‘হযরত আনাস (রা.) নূরানী এন্ড কিন্ডারগার্টেন’। আনাস ইবনে মালেক (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর বিখ্যাত সাহাবি ও বিশেষ খাদেম ছিলেন। তাঁর নাম অনুসারে কিন্ডারগার্টেনের নামকরণ করেছে এলাকাবাসী। ২০২১ সালের আগস্ট মাস থেকে ছোট পরিসরে ১৫-২০ জন শিশুকে নিয়ে পড়ানো শুরু করা হয়। ২০২২ সালে প্রায় ১৫০ জন শিশু  এই প্রতিষ্ঠানে ভর্তি হয়, ২০২৩ সালে ২২৫ জন শিশু অত্র নূরানী এন্ড কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য ভর্তি হয়।

জানা গেছে, পুঠিয়া, চারঘাট, নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার প্রান্তিক গ্রাম পূর্ব-বারইপাড়া, সর্দারপাড়া, জয়রামপুর, পাইকপাড়া,  কারিগর পাড়া, ও জাইগীর পাড়া। এই গ্রামগুলো হোজা নদীর তীরে অবস্থিত। গ্রামের অধিকাংশ লোকজন নি:স্ব, ভূমিহীন ও শিক্ষা বঞ্চিত। গ্রামগুলোর ৩-৪ কি.মি এর মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। নদীর তীরবর্তী গ্রাম হওয়ায় অত্র অঞ্চলে মাদকের অভয়াশ্রম গড়ে উঠেছে। গ্রামের যে কয়েকটি শিক্ষিত পরিবার আছে, তাদের দীর্ঘদিনের দাবি একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি ছিল অনেক কাঙ্ক্ষিত, অনেক স্বপ্নের, অনেক সাধনার। গ্রামবাসী জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে নানাভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবেদন নিবেদন করেছে। দীর্ঘ প্রায় ৫০ বছর একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্র গ্রামগুলো প্রতীক্ষা করেছে।

হযরত আনাস (রা.) নূরানী এন্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মাসুদুর রহমান বলেন, “আমার বাপ-দাদা ও গ্রামবাসী একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরাও অনেক ধারে ধারে ঘুরেছি। তালুকদার গ্রামের হযরত আনাস (রাঃ) নূরানী এন্ড কিন্ডারগার্টেন আমাদের ও আমাদের পূর্ব পুরুষদের প্রবল আকাঙ্ক্ষার প্রতিফলন। এর ফলে দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার পর আমাদের গ্রামে সর্বস্তরে শিক্ষার আলো পৌছালো”।
তালুকদার গ্রাম আশ্রয়ণের বাসিন্দা মো. ফারুক বলেন, “আমার ছেলে মো. ইব্রাহিম অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ে। তালুকদার গ্রামে প্রতিষ্ঠানটি হওয়ায় গ্রামের মান বেড়েছে। বাচ্চাদের আচার-আচারণে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বাচ্চারা সামাজিকতা শিখছে”। পূর্ব বারইপাড়া গ্রামের বাসিন্দা মো. ফারুক হোসেন বাবু বলেন, “আমার মেয়ে মোছা. ফারহানা অত্র বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক ভাল। আমরা খুশি। আমাদের মনের লালিত স্বপ্ন পূরণ হতে চলছে”। জয়রামপুর গ্রামের বাসিন্দা নূর আলম বলেন, “আমার ছেলে জোবায়ের হোসেন অত্র বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়ে। অত্র প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষা ও স্কুলের একাডেমিক শিক্ষা দিয়ে আমার সন্তানকে গড়ে তুলছে। বাড়ির কাছে স্কুল পেয়েছি। এর চাইতে আনন্দের কি হতে পারে”।

এর মধ্যে গত ৭ জুলাই রোজ শুক্রবার দুপুর বারোটায় পুঠিয়ার পূর্ব বাড়ই পাড়া সরকারি আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারে নূরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) তালুকদার গ্রামে পুঠিয়া সাংবাদিক সমাজের ব্যস্থাপনায় বর্ষাকালীন বেশকিছু বৃক্ষরোপন করা হয়। এতে অত্র এলাকায় শতাধিক আম ও সুপারি চারা রোপন করা হয়েছে। সরকারি নির্দেশনা চলতি বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এসময় গ্রামের শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ডে প্রচারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, শিক্ষাই আলো। সেই প্রাইমারি থেকে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে আসছি- ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’; ‘শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই’। স্লোগানগুলো দ্বারা আমাদের এমনটাই বোঝানোর চেষ্টা চালানো হয়েছে যে শিক্ষা এমন এক আলো যে আলোয় আলোকিত হয় গোটা বিশ্ব। যে আলো আলাদিনের জাদুর চেরাগের মতো ‘হযরত আনাস (রা.) নূরানী এন্ড কিন্ডারগার্টেন’ এলাকার সকল সমস্যার সমাধান নিয়ে আসতে পারবে। এসময় তিনি আরও বলেন, শিক্ষার আলোর সংস্পর্শে পাথরে প্রাণের সঞ্চার ঘটে। মানুষরূপী জন্ম নেওয়া মানুষগুলো সত্যিকারের মানুষে রূপান্তর করতে পারে। শিক্ষা মানুষকে জ্ঞানী ও বিচক্ষণ করে তোলে, সত্য-মিথ্যার বাছবিচার করতে শেখায়, শিক্ষার মহিমান্বিত আলোর পরশে মানুষ হয়ে উঠে এক সত্যিকারের মানুষ। শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে। অসহায়ের পাশে দাঁড়াতে শেখায়। মানুষের মত মানুষ হওয়ার বিকল্প নেই।

সরকারি নির্দেশনা চলতি বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ(পিএএ) আদর্শ তালুকদার গ্রামে বেশকিছু ফলজ চারাগাছ রোপন করে। পরে পুঠিয়া পুঠিয়া উপজেলা সাংবাদিক সমাজের নিজস্ব কার্যালয়ে উপস্থিতিতে হয়ে অল স্কয়ার নার্সারিকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়করেন। এসময় পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক শেখ রেজাউল ইসলাম লিটন বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কয়লার মত মানুষগুলো শিক্ষার পরশে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে বিভিন্ন সময়ে। একজন শিক্ষিত মানুষ মানেই তার পরিবার তথা গোটা জাতির জন্য আশীর্বাদ। শিক্ষিত হয়ে সত্য-মিথ্যার বাছবিচার করার পরিবর্তে বড়-ছোট’র ভেদাভেদ বাড়ছে, জ্ঞানচর্চা সেভাবে মিলছে না। ফলে সাধারণ মানুষ শিক্ষিতজনের ছত্রছায়ায় এসে কিছু শেখার পরিবর্তে হেয়প্রতিপন্ন হচ্ছে অহরহ। তাই জাতীর বিবেক সাংবাদিকদের সজাগ থাকতে হবে। এছাড়াও অনুষ্ঠানে ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, অল স্কয়ার নার্সারীর প্রোপাইটর ও পুঠিয়া সাংবাদিক সমাজ এর অর্থ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, দপ্তর সম্পাদক হাসানুল ইসলাম (সেন্টু) নির্বাহী সদস্য ইউনুস আহম্মেদ শিশির, নির্বাহী সদস্য এস এম আব্দুর রহমান, মাসিবুল ইসলাম (সুইট) স্থানীয় সাংবাদিকবৃন্দ।

পুঠিয়া উপজেলার পূর্ব বারইপাড়া তালুকদার গ্রামে দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার পর শিক্ষার সেই স্বপ্ন পূরণ করলো ‘হযরত আনাস (রা.) নূরানী এন্ড কিন্ডারগার্টেন’ এর বিষয়ে লস্করপুর মহাবিদ্যানিকেতন সাবেক অধ্যক্ষ মো. নাসির উদ্দিন প্রাং বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ও স্কুলের একাডেমিক শিক্ষার সুসমন্বয় রয়েছে। আমরা আমাদের শিক্ষকগণকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছি। হযরত আনাস (রাঃ) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিখ্যাত সাহাবী ও ১০ বছরের খাদেম ছিলেন। এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ মাদ্রাসা ও স্কুলের নাম হিসেবে অত্র নামটি পছন্দ করেছেন। সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে সম্মতি দিয়েছেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে দাখিল/এস. এস. সি পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে”।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft