মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় নেতৃবৃন্দ
যথাযথ মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী পালন করবে
Published : Wednesday, 5 July, 2023 at 6:00 AM, Count : 249

বর্তমান প্রতিবেদক: আজ বুধবার  সকাল ১১ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা দলের সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্র সভাপতিত্বে গুলশানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি এদেশে মেহনতী মানুষের অর্থনৈতিক মুক্তির রাজনীতি। গ্রামের এমন কোন প্রত্যন্ত অঞ্চল নেই যে, যেখানে এরশাদের উন্নয়নের ছো্য়াঁ লাগেনি। দেশের প্রতিটা ক্ষেত্রে শিক্ষা সাংস্কৃতি, গ্রামীণ অবকাঠামো, শিল্প কারখানা, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট এসব তাঁর শাসনামলে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। স্বাধীনতা উত্তর এরশাদের শাসনামল ছিল একটা সোনালী অধ্যায়। তাঁর মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে এরশাদের সুশাসন আমলের কথা জানাতে হবে। নতুন প্রজন্ম অনেক কিছুই জানেনা। তারা জানতে পারলে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হবে। জাতীয় পার্টির রাজনীতিতে উদ্ভুদ্ধ হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, সপ্তাহ ব্যাপী প্রতিটা জেলা উপজেলা এবং কেন্দ্রীয়ভাবে বিভিন্ন মসজিদে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সভায় বক্তৃতা করেন - বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ-এমপি, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ, সাবেক মন্ত্রী- গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি- নুরুল ইসলাম মিলন, ইঞ্জি: মামুনুর রশিদ, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক-অধ্যাপক দেলোয়ার হোসেন, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক-জহির ইসলাম জহির, মোস্তাকুর রহমান মোস্তাক, আজিজ চৌধুরী, মোহাম্মদ ই¯্রাফিল মিয়া কবি ইউনুস ফার্সী, ক্যাপ্টেন (অব:) জাকারিয়া, মহিলা নেত্রী-সাজেদা শারমিন পারভিন লিজা, হাসনা হেনা, মনোয়ারা তাহের মানু, ইঞ্জি: মুহসিন ও প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft